বিটেক কমিউনিকেশন ওপিসি’র সম্মানিত কাস্টমার
“শর্তাবলী”
১. কাস্টমার বিটেক আউটলেট থেকে বাংলাদেশ আইনানুযায়ী সকল বৈধ পণ্য বা সেবা ক্রয় করবে।
২. আউটলেট থেকে পণ্য বা সেবার লভ্যংশের ৫০% অথবা চুক্তি অনুযায়ী পণ্য ক্রয়ের যে কোনও শতাংশ (%) পয়েন্ট সংগ্রহ করবে।
৩. পণ্য বা সেবা ক্রয়ের মাধ্যমেই পয়েন্ট সংগ্রহ করবে।
৪. যখন কেনাকাটার মাধ্যমে ১০০০ পয়েন্ট সংগ্রহ হবে তখন একজন কাস্টমার ক্লাব মেম্বার হবে।
৫. ক্লাব মেম্বার হলে ২ টি ইনকাম পাবে।
ক) ক্লাব ইনকাম। কোম্পানীর লভ্যাংশের ১০% এর অংশীদার হবেন।
১০ নং বোনাস পাওয়া পর্যন্ত।
খ) ক্লাব বোনাস। অনির্ধারিত সময়ে প্রতিষ্ঠানের সেলসের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ১৩টি বোনাস পাবেন।
৬. উল্লেখিত সকল ইনকাম সিস্টেম থেকে নেওয়ার জন্য প্রত্যেক মাসে ন্যুনতম ৩০ পয়েন্টের বাজার করতে হবে।
৭. যে কোনো ইনকাম সিস্টেম থেকে উইথড্র করলে ১০% সার্ভিস চার্জ হিসেবে কর্তন করা হবে।
৮. কাস্টমার হিসেবে কেনাকাটার, ইনকাম বা বোনাসের নির্ধারিত কোন সময় সীমা নেই। যখন প্রয়োজন তখনই কেনাকাটা করতে পারবেন।
৯. কাস্টমার সর্বদা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
১০. নিবন্ধিত কাস্টমার হয়ে প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী তথা সিস্টেম ব্যতিরেকে ভিন্ন প্রক্রিয়ায় কোন কাজ করলে কাস্টমারের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১১. নিবন্ধিত কাস্টমার হিসেবে আপনি অত্র প্রতিষ্ঠানের বিধি বিধান মেনে চলতে বাধ্য থাকবেন।
১২. প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত ও নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন অথবা বাতিল করতে পারেন। এই বেপারে কোনো আপত্তি গ্রহণ যোগ্য হবে না ।
বিটেক কমিউনিকেশন ওপিসি’র পক্ষ থেকে আপনাকে সার্বিক সহযোগীতার পূর্ণ আশ্বাস প্রদান করছি।
বিটেক কমিউনিকেশন ওপিসি’র সম্মানিত মার্কেটিং প্রফেশনাল
“শর্তাবলী”
১. সেলস ও মার্কেটিং এ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
২. প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রনে থেকে বিজনেস ডেভেলপমেন্ট, সেলস ও মার্কেটিং, এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে, এবং প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে জবাবদিহিতা করতে হবে।
৩. একজন মার্কেটিং প্রফেশনাল বিটেক কমিউনিকেশনের সিস্টেমে নির্ধারিত কমিশন প্রাপ্ত হবে।
৪. যে কোনো ইনকাম সিস্টেম থেকে উইথড্র করলে ১০% সার্ভিস চার্জ হিসেবে কর্তন করা হবে।
৫. মাসিক নির্ধারিত সেলস টার্গেট নেই, তবে মার্কেটিং বিভাগ কর্তৃক সিজনাল যে টার্গেট নির্ধারণ করা হয়,সেই টার্গেটের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করা।
৬. সেলসের মাধ্যমে প্রতিষ্ঠানের সিস্টেম অনুযায়ী পদবী/র্যাংক অর্জন করা।
৭. সিস্টেম অনুযায়ী সকল ইনকাম সিস্টেম থেকে নেওয়ার জন্য প্রত্যেক মাসে ন্যুনতম ৩০ পয়েন্টের বাজার করতে হবে।
৮. আপনার কর্ম দিবস হবে সপ্তাহে ০৭ (সাত) দিন এবং সাপ্তাহিক ছুটি ও কর্মঘন্টা অনির্ধারিত।
৯. আপনাকে সর্বদা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
১০. বিটেকে প্রফেশনালী কাজ করার সময়ে আপনি প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কোন কাজ করলে কাস্টমার আইডি ব্লক করা হবে এবং আপনার বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি কর্তৃপক্ষ/প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকদ্দমা করতে পারবেন না।
১১. উভয় পক্ষ নোটিশ প্রদানের মাধ্যমে বিটেকে প্রফেশনালী কাজ হতে অব্যহতি দিতে/নিতে পারবে।
১২. প্রফেশনালী কাজ হতে অব্যাহতি নেওয়ার আগে প্রতিষ্ঠানের সকল হিসাবপত্র, ব্যবহৃত সরঞ্জাম ও অফিসের যাবতীয় কাগজপত্র কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
১৩. বিনা নোটিসে বা ছাড়পত্র বেতিরেকে কাজ ছেড়ে দিলে প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে।
১৪. আপনি অত্র প্রতিষ্ঠানের সকল বিধি বিধান মেনে চলতে বাধ্য থাকবেন।
১৫. কোম্পানীর বৃহত্তর স্বার্থে কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত ও নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন অথবা বাতিল করতে পারেন। এই বেপারে কোনো আপত্তি গ্রহণ যোগ্য হবে না ।
বিটেক কমিউনিকেশন ওপিসি’র পক্ষ থেকে আপনাকে সার্বিক সহযোগীতার পূর্ণ আশ্বাস প্রদান করছি।