BeeTech Communication একটি ব্যাতিক্রমধর্মী মার্কেটিং প্রতিষ্ঠান। গতানুগতিক ব্যবস্থায় পণ্য উৎপাদনকারী, মার্কেটার ও মধ্যসত্মভোগীরাই লাভবান হয়ে থাকেন। কিন্তু BeeTech Communication এমন একটি প্রতিষ্ঠান যেখানে সাধারণ ক্রেতা ও ব্যাবসায়ীর সাথে একটি Strong Communication System Develop এর মাধ্যমে সাধারণ ক্রেতাদের আর্থিক লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। যার মাধ্যমে সারা বিশ্বে প্রতিটি ক্রেতা BeeTech Communication এর সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে ইনশাল্লাহ।
বিঃদ্রঃ
বিটেক কমিউনিকেশন একটি নিবন্ধিত ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। এটি কোন ব্যাংক, এনজিও, এমএলএম বা বিনিয়োগভিত্তিক আর্থিক সংস্থা নয়। কেউ বিটেকের নাম ব্যবহার করে কারো সাথে কোন প্রকার লেনদেন করলে বা বিনিয়োগে উৎসাহিত করলে, তা সম্পূর্ণভাবে কোম্পানির আইন বহির্ভূত হবে । অতএব, বিটেকের সকল কাস্টমারকে জানানো যাচ্ছে যে, বিটেকের নাম ব্যবহার করে কারো সাথে কোন ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না যদি এরপরেও কোন ধরনের আর্থিক লেনদেন করেন তার দায়ভার কোনভাবেই কোম্পানি গ্রহণ করবে না।
• আপনার সচেতনতা, আমাদের শক্তি।